বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিধান নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৯ ধারা চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিলের শুনানি আগামী বছরের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২০ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই তারিখ নির্ধারণ করেন।
আরপিওর ১৯ ধারার বৈধতা নিয়ে ২০১৪ সালের ১৯ জুন হাইকোর্ট রুল খারিজ করে রায় দিয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুস সালাম সম্প্রতি লিভ টু আপিল করেন।
আজ আপিল বিভাগের চেম্বার আদালতে লিভ টু আপিলটি শুনানির জন্য ওঠে। এ সময় আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী নাজিব হুদা ও খন্দকার দিদার উস সালাম।
২০১৪ সালের রায়ে হাইকোর্ট বলেছিল, কোনো আইন যদি সরাসরি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে সুপ্রিম কোর্ট তা বাতিল ঘোষণা করতে পারে না। আরপিওর ১৯ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এবং বর্তমানে প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই।
এছাড়া হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, ‘না ভোটের বিধান’ সংযোজনের প্রয়োজনীয়তা সংসদ বিবেচনা করবে। ফলে এই বিষয়ে সংশোধনী আনতে হাইকোর্ট কোনো নির্দেশনা দেয়নি।
উল্লেখ্য, ২০১৩ সালে ব্যালটে ‘না ভোটের বিধান’ সংযোজনের দাবিতে আলাদা একটি রিট করা হয়েছিল। তবে এই রিটও হাইকোর্ট খারিজ করে দেয়।
আগামী ২৬ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে লিভ টু আপিলটির শুনানি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সূত্র: প্রথম আলো অনলাইন