সিলেটের দুই মেডিকেল কলেজের নাম পরিবর্তন

সিলেট বিভাগের দুটি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। সুনামগঞ্জের “বঙ্গবন্ধু মেডিকেল কলেজ” এবং হবিগঞ্জের “শেখ হাসিনা মেডিকেল কলেজ” থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ড. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুনামগঞ্জের “বঙ্গবন্ধু মেডিকেল কলেজ” এর নতুন নাম হবে “সুনামগঞ্জ মেডিকেল কলেজ”, আর হবিগঞ্জের “শেখ হাসিনা মেডিকেল কলেজ” এর নতুন নামকরণ করা হয়েছে “হবিগঞ্জ মেডিকেল কলেজ”।

এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় “বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ” প্রকল্পটি প্রায় ১,১০৭ কোটি টাকার বাজেটে অনুমোদিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর মৌজায় আঞ্চলিক মহাসড়কের পাশে ৩৫ একর জমির ওপর এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

মেডিকেল কলেজটির ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং একাডেমিক ভবনের কার্যক্রমও শুরু হয়েছে। নাম পরিবর্তনের প্রজ্ঞাপন প্রকাশের পর এই উদ্যোগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।