বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে কনমেবল অঞ্চলের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির অসাধারণ অ্যাসিস্টে একমাত্র জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেজ।
ম্যাচের শুরুতে বেশ কিছু ইনজুরি সমস্যা নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা, এবং শুরুতে তাদের খেলা ছিল কিছুটা হতাশাজনক। তবে মাঝমাঠ ও আক্রমণভাগে শক্তি সঞ্চারিত হলেও আর্জেন্টিনা বার বার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিল। ২২ মিনিটে আলভারেজের শট বারে লেগে ফিরে আসে, আর পুরো প্রথমার্ধে আক্রমণ শানালেও গোলের দেখা মেলেনি।
প্রথমার্ধে আর্জেন্টিনা ৭৬ শতাংশ সময় বল পায়ে রাখলেও, তারা গোলের জন্য একটি শটও নিতে পারেনি। ছয়টি শট নিলেও সেগুলি সবই ছিল অফ-টার্গেট।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা সেই শুস্কতা কাটিয়ে ওঠে। ৫৫ মিনিটে, মেসি ডি-বক্সে দারুণ এক চিপ পাস দেন এবং লাউতারো মার্তিনেজ তা হেডে দুর্দান্তভাবে জালে পাঠান। ওই একমাত্র গোলেই আর্জেন্টিনা নিশ্চিত করে ঘরের মাঠে বছরের শেষ ম্যাচে ১-০ ব্যবধানে জয়।