পারমাণবিক অস্ত্র দিয়েই পারমাণবিক যুদ্ধ ঠেকানো সম্ভব: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, যেকোনো মূল্যে পারমাণবিক যুদ্ধ ঠেকানো হবে এবং এ ক্ষেত্রে পরমাণু অস্ত্রের ভীতি প্রদর্শনই সবচেয়ে কার্যকরী উপায়। মঙ্গলবার (১৯ নভেম্বর) ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ল্যাভরভ বলেন, “পারমাণবিক যুদ্ধ যাতে কখনোই না বাধে সেজন্য প্রয়োজনীয় সবকিছু করবে রাশিয়া। আমাদের পরমাণু নীতিতে কোনো নতুন কিছু সংযোজন করা হয়নি এবং পশ্চিমারা এ নীতির প্রতিটি দিক সম্পর্কে অবগত। আমরা বিশ্বাস করি, পরমাণু অস্ত্রের মাধ্যমে ভয় দেখানোই এই যুদ্ধ ঠেকানোর সর্বোত্তম উপায়।”

রাশিয়া বরাবরই নিজ দেশের প্রতিরক্ষা কৌশল নিয়ে কড়া অবস্থান বজায় রেখেছে। এ প্রসঙ্গে ল্যাভরভ বলেন, রাশিয়া কখনোই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। তবে আক্রমণের শিকার হলে তা প্রতিহত করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগে প্রস্তুত।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এমন সময় এসেছে, যখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার কূটনৈতিক টানাপোড়েন চরমে রয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।

ল্যাভরভের মন্তব্যকে বিশেষজ্ঞরা রাশিয়ার সামরিক অবস্থান শক্তিশালী করার বার্তা হিসেবে দেখছেন। তারা মনে করেন, এই বার্তা মূলত পশ্চিমা দেশগুলোকে সতর্ক করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

সূত্র: যমুনা টিভি অনলাইন