টিকটক অ্যাওয়ার্ডস পাবেন দেশের সেরা ভিডিও নির্মাতারা, চলছে ভোট গ্রহণ 

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক এবার বাংলাদেশের সেরা ভিডিও নির্মাতাদের পুরস্কৃত করতে আয়োজন করেছে ‘টিকটক অ্যাওয়ার্ডস’। ১০টি বিভাগে দেওয়া হবে এই পুরস্কার। ভোট গ্রহণ শুরু হয়েছে ১৪ নভেম্বর থেকে, যা চলবে আগামী ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। টিকটক কর্তৃপক্ষ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকটক অ্যাওয়ার্ডসের মাধ্যমে বাংলাদেশের টিকটক কমিউনিটির সৃজনশীলতা এবং প্রতিভাকে স্বীকৃতি দেওয়া হবে। এ বছর পুরস্কারের বিভাগগুলো হলো—‘ক্রিয়েটর অব দ্য ইয়ার’, ‘ফুড ক্রিয়েটর অব দ্য ইয়ার’, ‘ইমার্জিং ক্রিয়েটর অব দ্য ইয়ার’, ‘স্পোর্টস ক্রিয়েটর অব দ্য ইয়ার’, ‘বিউটি অ্যান্ড মেকআপ ক্রিয়েটর অব দ্য ইয়ার’, ‘#LearnOnTikTok ক্রিয়েটর অব দ্য ইয়ার’, ‘এন্টারটেইনমেন্ট ক্রিয়েটর অব দ্য ইয়ার’, ‘ট্রাভেল ক্রিয়েটর অব দ্য ইয়ার’, ‘ফ্যাশন ক্রিয়েটর অব দ্য ইয়ার’, এবং ‘ভিডিও অব দ্য ইয়ার’।

ব্যবহারকারীরা টিকটক অ্যাপের ভোটিং হাবে গিয়ে প্রতিদিন একটি ভোট দিতে পারবেন। ভোটের ভিত্তিতেই বিজয়ী নির্ধারণ করা হবে। ভোট গ্রহণের বিস্তারিত তথ্য জানতে টিকটকের অফিশিয়াল অ্যাকাউন্ট @TikTokBD ভিজিট করতে বলা হয়েছে।