ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন কৃষক দলের সম্মেলন বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের স্থান ছিল জাউয়া বাজার আনিছা অটোরাইস মিলের মাঠ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুকিত।
কৃষকদলের সম্মেলনটি যৌথভাবে পরিচালনা করেন আব্দুল মোক্তাদির আলমগীর ও সেলিম আহমদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, উপজেলা কৃষকদলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম নোমান, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম মেম্বার।
এ ছাড়া, বিএনপি নেতা মো. নুর আলম, কামাল উদ্দিন, সাজ্জাদুর রহমান, ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ নুপুর, দেলোয়ার হোসেন এমরান বক্তব্য রাখেন।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ফজলুল করিম বকুল, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহ শফিকুল আলম মতি, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম আলী রাসেল, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামীম আলম নোমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন শাহী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নুর উদ্দিন, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব আলী, বিএনপি নেতা আনোয়ার হোসেন, লুতফুর রহমান, ছাতক উপজেলা যুবদল নেতা মহিম উদ্দিন নবীন, মো. ছাদ মিয়া, কে এম পারভেজ, ইলিয়াস মিয়া, আতিকুর রহমান, মাহমুদ আলী, উজ্জ্বল আহমেদ, রায়হান আহমেদ, আবু তাহের রায়হান, দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা কামরুজ্জামান রুমন প্রমুখ।
সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার আনুষ্ঠানিকভাবে জাউয়াবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসেবে আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক হিসেবে সামসুল হক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সাদির মিয়ার নাম ঘোষণা করেন।
সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাদিকুর রহমান।