ছাতকের কৈতক ইউনিয়নের রাজনপুর গ্রামে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন আছমা বেগম (৩০) নামে এক গৃহবধূ। বুধবার (২০ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে। আছমা বেগম রাজনপুর গ্রামের কাতার প্রবাসী মিলাদ হোসেনের স্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আছমা বেগম। ঘটনাস্থলে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে জাউয়াবাজার তদন্তকেন্দ্রের পুলিশ এসআই শফিকুর রহমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নিহত আছমা বেগমের বাবার বাড়ি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান মাঝপাড়া গ্রামে।