
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের তার নামের আগে ‘দেশনায়ক’ বা ‘রাষ্ট্রনায়ক’ উপাধি ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ অনুরোধ জানান।
তারেক রহমান বলেন, “একজন সহকর্মী হিসেবে আমার অনুরোধ, আজকের পর থেকে দয়া করে আমার নামের সঙ্গে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক ব্যবহার করবেন না।”
কর্মশালায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দেশের বর্তমান পরিস্থিতি এবং বিএনপির ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। দেশের রাজনৈতিক সংকট নিয়ে তিনি বলেন, “দেশে ষড়যন্ত্র চলছে। জনগণকে সচেতন করতে হবে এবং তাদের সঙ্গে রাখতে হবে।”
তিনি বিএনপির ঘোষিত ৩১ দফার লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরে বলেন, এ দফাগুলো বাংলাদেশের ভবিষ্যৎ শাসনব্যবস্থা কেমন হবে, সে দিক নির্দেশনা দেবে। কর্মসংস্থানের ক্ষেত্রে গার্মেন্টস ও রেমিট্যান্সের বাইরেও নতুন সেক্টর তৈরি করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা আউটসোর্সিং সেক্টরে অধিক মানুষকে যুক্ত করার জন্য সরকারি উদ্যোগকে উৎসাহিত করবো।”
রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দিয়ে তারেক রহমান বলেন, “স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের জবাবদিহি ও জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিত করা বিএনপির মূল লক্ষ্য। কারণ, রাজনীতি দুর্বল হলে অর্থনীতিসহ স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে।”
কর্মশালায় তারেক রহমান দলের নেতা-কর্মীদের রাজনৈতিক সচেতনতা ও জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।