মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলগুলোর বিচারের সুপারিশ করতে সক্ষম হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ লক্ষ্যে সংশোধিত অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সকাল ১১টায় সচিবালয়ে প্রবেশের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক পরিচালনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বৈঠকের সভাপতিত্ব করেন এবং এতে সরকারের বিভিন্ন শাখার উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে এই অধ্যাদেশের খসড়া প্রস্তুত করে। নতুন অধ্যাদেশ কার্যকর হলে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক দলগুলোর বিচারের জন্য সুপারিশ দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।
প্রসঙ্গত, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানবতাবিরোধী অপরাধের বিচারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নতুন এই অধ্যাদেশ প্রণয়ন তারই একটি অংশ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
(খবর: যমুনা টিভি অনলাইন)